হনুমানের হস্তমৈথুন !
বাংলাদেশে দশ প্রজাতীর প্রাইমেট পাওয়া যায়। সহজ ভাবে বললে প্রাইমেট সে সকল প্রাণীদের বোঝায়, যারা হাত দ্বারা কোন কিছু ধরতে পারে। মানুষও প্রাইমেট অর্ডার বা গণ ভুক্ত স্তন্যপায়ী প্রানী। মানুষ বাদে এদেশে প্রাপ্ত ১০ টি প্রাইমেট হলঃ ১। লরিস বা লজ্জাবতী বানর ২। উল্লুক বা বন মানুষ পাঁচ প্রজাতীর বানর। যথাঃ ৩। রেসাস বানর বা বানর ৪। আসামের বানর ৫। লম্বা লেজী বানর ৬। ছোট লেজী বানর ৭। উলু বানর এবং তিন প্রজাতীর হনুমান। যথাঃ ৮। হনুমান ৯। চশমা পরা হনুমান ১০। এবং মুখ পোড়া হনুমান । সম্প্রতী প্রকাশিত দুটি ভিন্ন গবেষণা পত্রে চশমা পরা হনুমান ও মুখ পোড়া হনুমানের হস্তমৈথুন আচরণের ব্যাপারে বর্ননা করা হয়েছে। উভয় ক্ষেত্রে পুরুষ হনুমানের মাঝে এ আচরণ দেখা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি পৃথক দল লাউয়াছড়া ন্যাশনাল পার্কে দুটি ভিন্ন প্রজাতীর হনুমানকে হস্তমৈথুন করতে দেখেন। এ আচরণের সঠিক কারন এখনও অজানা। তবে তারা এ আচরণের সাম্ভাব্য কারন বর্ননা করেছেন। তাদের মতে, হস্তমৈথুন করে পুরাতন বা দুর্বল শুক্রাণু ফেলে দিয়ে ফ্রেশ এবং সবল শুক্রাণু নিয়ে স্ত্রী সহবাস করার ফলে প্রজনন সফলতা বৃদ্