শিকারীকে বোকা বানাতে প্রজাপতির এক অসাধারণ কৌশল।
প্রকৃতিতে সবাই চায় টিকে থাকতে। বাঁচা র জন্য তারা নানা ধরনের কৌশল অবলম্বন করে। প্রজাপতিও এর বাইরে নয়। Lycaenidae পরিবারের কিছু প্রজাপতি শিকারির হাত থেকে বেঁচে থাকার জন্য অসাধারণ এক কৌশল অবলম্বন করে। এদের রয়েছে নকল বডি পার্ট বা অঙ্গ। নকল করার এ পক্রিয়াকে ইংরেজিতে বলা হয় Mimicry । প্রজাপতি সামনের দিকে থাকে তার পুঞ্জাক্ষী / চোখ ও এ্যান্টেনা , যা তার সেন্স ওরগ্যান হিসাবে কাজ করে। সামনে থেকে বিপদ আসলে এরা টের পায়। যদিও এদের পেছনের দিকটা থেকে যায় বেশ অরক্ষিত । পিছ থেকে আক্রমণ মুকাবিলার জন্য এ পরিবারের সদস্যরা তাদের লেজ ও আই - স্পটের সাহায্য নেয়। এই লেজ অনেকটা এ্যান্টেনার মতো দেখায়। তাই এটাকে False Antenna বলে। তেমনিভাবে আই - স্পটকে বলা হয় ফলস আই । এ প্রজাপতি যখন ফুল থেকে মধু বা মাটি থেকে মিনারেল সংগ্রহ করতে থাকে তখন তার পেছনের দিকটা বেশ অরক্ষিত থাকে। তাই শিকারীর হাত থেকে বাঁচা র জন্য সে তার লেজ বা ফলস এ্যান্টানাকে এমন ভাবে নাড়ায় যেন তা দেখতে আসল এ্যান্টানার মতো মনে হয়।