সাপের বিষদাঁত কেমন হয়?
সাপ তার শিকারকে গিলে খায়। তাহলে দাঁত দিয়ে এরা কী করে? উত্তর হচ্ছে দাঁত দিয়ে এরা শিকার ধরে। এছাড়া বিষধর সাপ বিষদাঁত দিয়ে শিকারকে কাবু করে বা আত্মরক্ষার্থে এদের ব্যবহার করে। সুতরাং সাপে দুই ধরনের দাঁত দেখা যায়। ১। সাধারণ দাঁত ২। বিষদাঁত বিষদাঁত শুধু বিষধর সাপে পাওয়া যায়। সাপের বিষদাঁত প্রধানত ২ ধরনের। © earth.com ১.Front Fang বা সম্মুখ বিষদাঁতঃ অধিকাংশ বিষাক্ত সাপের সম্মুখ বিষদাঁত থাকে। এদেরকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ক)Solenoglyphous সাপঃ এদের বিষদাঁত অনেক বড়ো এবং সাধারণ অবস্থায় পিছনে বাঁকানো থাকে। উদাহরণঃ Vipers ( Russell’s viper , Pit viper ) খ)Proteroglyphous সাপঃ এদের বিষদাঁত তুলনামূলক ছোট ও সোজা থাকে। উদাহরণঃ Elapedes(cobra),mamba ২. Rear Fang বা পশ্চাৎ বিষদাঁতঃ Opisthoglyphous সাপদের এই দাঁত গুলো থাকে। উদাহরণঃColubrid ( Red necked keelback ) rear fang বিশিষ্ট সাপের ক্ষেত্রে বিষদাঁত মুখের পিছনে বাকানো থাকে। এজন্য সঠিকভাবে বিষ প্রয়োগের জন্য একাধিক বার কামড় দিতে হয় বা কামড়ে কিছুক্ষণ ধরে রাখতে হয়। মজার বিষয় হচ্ছে বিষদাঁত পড়ে গেলে সেখা