মেটাজিনমিক্সঃ পরিবেশে প্রাপ্ত অনুজীব প্রফাইলিং এর মলিকুলার টুল

কোন স্যাম্পল থেকে প্রাপ্ত সকল নিউক্লিওটাইড সিকুয়েন্সের স্ট্রাকচার এবং ফাংশন স্টাডি করাকে মেটাজিনমিক্স বলে। যেমন কোন জীবের মল থেকে প্রাপ্ত  ডিএনএ স্টাডি করে সেখানে বিদ্যমান অনুজীবের পরিচিতি অর্থাৎ মলে থাকা সকল ব্যাক্টেরিয়া বা ভাইরাসের পরিচয় শনাক্ত করা যায়  মেটাজিনমিক্স পদ্ধতির মাধ্যমে। 

যদি মাটিতে থাকা অণুজীব সম্পর্কে স্টাডি করা হয়, তাহলে প্রথমে অল্প পরিমাণ মাটি ল্যাবেটরিতে নিয়ে তা থেকে ডিএনএ আলাদা করা হয়। প্রাপ্ত ডিএনএ গুলো  এনজিএস টেকনোলজির মাধ্যমে সিকুয়েন্স বের করা হয়। এ পর্যায়ে বায়োইনফরমাটিক্স অ্যানালাইসিস করে  অণুজীব এর পরিচয় শনাক্ত করা হয়।  

বায়োমেডিকেল ফিল্ডে বর্তমানে গাট মাইক্রোবায়োম নিয়ে অনেক গবেষণা হচ্ছে। গাট তথা পাকস্থলী ও নাড়িভুঁড়িতে যে সকল ব্যাক্টেরিয়া বসবাস করা তারা কীভাবে আমাদের শরীরবৃত্তীয় কার্যকলাপ প্রভাবিত করছে তা মেটাজিনমিক্স পদ্ধতির মাধ্যমে জানা যায়। 


Comments

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

এপিজেনেটিক্সঃ বৈশিষ্ট্য প্রদর্শনে পরিবেশের প্রভাব

রক্তচোষা কী খায়?