অপরূপ লজ্জাবতী কাঁকড়া।
বাংলাদেশের সমুদ্র সৈকতে ভ্রমণের অভিজ্ঞতা থাকলে আপনি হয়ত লজ্জাবতী কাঁকড়া দেখে থাকবেন। এরা নিশাচর। দিনের বেলা বালির গর্ত, পাথর বা গাছের গুঁড়ির নিচে ছায়া যুক্ত স্থানে থাকতে পছন্দ করে। তাই দিনের আলোতে সচরাচর এদের দেখা যায় না। এদের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। Flower Moon Crab ©Sumaiya Akter এদের দেহ বিস্কিট কালারের হয় এবং এর মাঝে কালচে ফোঁটা ফোঁটা দাগের জালক থাকে। পা গুলো কমলা রঙ্গের এবং শেষের খন্ডটি সাদা প্রান্ত বিশিষ্ট উজ্জ্বল বেগুনি রঙের হয়ে থাকে। এ অংশটি চ্যাপ্টা। যা দিয়ে সহজেই বালিতে গর্ত করা যায়। দেহের দুই দিকে দুটি লম্বা কাটা থাকে। Flower Moon Crab (ventral view) ©Sumaiya Akter এ প্রজাতি অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন,জাপান, ভারত, পাকিস্থান, শ্রীলঙ্কা ও মায়ানমারে বিস্তৃত । বাংলাদেশের কক্সবাজার, মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া, সেন্ট মার্টিন ও সুন্দরবনের বালুময় সৈকতে এদের পাওয়া যায়। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারনে এদের অস্তিত্ব হুমকির মুখে। Taxonomic Classification: Phylum: Arthropoda Class: Malacostrac