খেঁকশিয়াল নিয়ে কিছু কথা।
খেঁকশিয়াল ইংরেজিতে Bengal Fox বা Indian Fox (ভারতে এ নামে পরিচিত) নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Vulpes bengalensis। এদের আকার বিড়ালের চেয়ে সামান্য বড়। লম্বা কান এবং লোমশ লম্বা লেজ দেখে সহজে খেঁকশিয়াল চেনা যায়।
IUCN Redlist অনুযায়ী এরা বিশ্বে Least Concern হলেও বাংলাদেশে vulnerable। আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে (সুন্দরবন বাদে) এবং মৌলভীবাজারের কিছু জায়গায় খেঁকশিয়াল দেখতে পাওয়া যায় । কিন্তু বর্তমানে গাজীপুর ও আশুলিয়ার দিকেও এদের দেখা গিয়েছে।
এরা নিশাচর তবে দিনেও বের হয়।এদের খাদ্যতালিকায় পোকামাকড়, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী বিভিন্ন প্রাণী সহ ফলমূল রয়েছে। এরা পরিবারসহ গর্তে বাস করে। একসাথে বেশ অনেকগুলো গর্ত থাকে এবং গর্তগুলো একে অপরের সাথে সংযুক্ত থাকে। এই গর্তগুলো প্রজনন, বাচ্চা প্রতিপালন, শিকারি থেকে বাঁচার জন্য আশ্রয়স্থল এবং বিশ্রামের জন্য ব্যবহৃত হয়।খেঁকশিয়াল সাধারণত ডিসেম্বর-জানুয়ারি মাসে বাচ্চা দেয় এবং ফেব্রুয়ারি-জুন মাস পর্যন্ত বাচ্চা প্রতিপালন করে। এরা সর্বোচ্চ 4টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। বাংলাদেশে পাওয়া একমাত্র খেঁকশিয়াল প্রজাতি এটি। এছাড়াও ভারত, নেপাল এবং পাকিস্তান এদের পাওয়া যায়।
শিকার, বাসস্থান ধ্বংস বা দুর্ঘটনায় মৃত্যু হবার কারণে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে।
Bengal Fox ©Muhammad Rokonuzzaman Rokon |
- Muhammad Rokonuzzaman Rokon
Department of Zoology
University of Dhaka
Comments
Post a Comment