গুইসাপের গুণাবলী
Bengal Monitor ©Muhammad Rokonuzzaman Rokon |
গুইসাপ Varanidae পরিবারের
অন্তর্ভুক্ত । বাংলাদেশে গুই সাপের তিনটি প্রজাতি পাওয়া যায়। যথাঃ ১. Bengal Monitor (গুই সাপ) 2. Yellow monitor (সোনা গুই). 3. Ring Lizard (কালো গুই/ রামগোদি)। এরা পঁচা গলা মরা প্রাণী
খেয়ে আমদের পরিবেশ সুস্থ রাখে। এছাড়াও এরা সাপ, ইঁদুর , পতঙ্গ সহ অন্যন্য পাণিদেরও
খেতে পারে। গাছে চড়ার ওস্তাদ এ প্রাণী গুলো পাখির ডিম বা পাখি শিকার করে। খাদ্যের
অভাবে এরা বাসা বাড়ির হাঁস মুরগী চুরি করতে আসে। বাসায় ঢুকে পড়লে এদের ক্ষতি না
করে এদের যাবার রাস্তা করে দিন। এদের কামড় মারাত্মক নয়। তবে কামড়ালে ইনফেকশন এড়াতে
চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। জুন- জুলাই মাস এরা প্রজনন করে এবং মাটিতে গর্ত খুড়ে
ডিম পাড়ে।
Ring Lizard ©Muhammad Rokonuzzaman Rokon |
একটা মজার তথ্য দিই। রোদ
পোহানোর জন্য মানুষের তৈরীকৃত খড়ের আগুনের অবশেষ থেকে এদের উত্তাপ নিতে দেখা
গিয়েছে (গবেষণা লিংক)।
- Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Nice work!
ReplyDelete