আমাদের রাক্ষস ব্যাঙ !
কোলা ব্যাঙ ( Indian Bullfrog: Hoplobatrachus tigerinus) আমাদের আশেপাশে প্রাপ্ত সকলের পরিচিত একটি উভচর প্রাণী। বর্ষা আসলেই গ্রাম কিংবা শহরের জলাশয়ে সহজেই এদের সাক্ষাৎ মেলে। এরাই বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে বড় আকারের ব্যাঙ ।
কোলা ব্যাঙের রাসেলস ভাইপার সাপ ভক্ষণ Ⓒ D K Singh |
কোলা ব্যাঙের ব্যাঙ ভক্ষণ |
চোরে শোনেনা ধর্মের কাহিনী। তবে রাক্ষস কোলা ব্যাঙ মনে হয় ধর্মের কাহিনী শোনে। সে ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায়নি। হা হা। একটু ফান করলাম।
আর হ্যাঁ। পৃথিবীতে রাক্ষস ব্যাঙ বা দৈত্য ব্যাঙ নামে একটি ব্যাঙ আছে। পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট অংশে বিস্তৃত Goliath frog (Conraua goliath) আমাদের গ্রহে প্রাপ্ত সবচেয়ে বড় ব্যাঙ । Goliath বাইবেলের একটি চরিত্র। বিশাল এবং শক্তিশালী হবার পরেও দেভিড (নবী দাউদ) একে পরাজিত করে।
মশা-মাছি এবং যাবতীয় পতঙ্গ নিয়ন্ত্রণ সহ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কোলা ব্যাঙের তুলনা হয়না। আমাদের প্রয়োজনেই এদের টিকিয়ে রাখতে হবে। বাসস্থান সংকটের কারনে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমাদের উচিত আমদের আশেপাশের জলাভূমি সংরক্ষণ করা।
- Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Comments
Post a Comment