আমাদের রাক্ষস ব্যাঙ !

 কোলা ব্যাঙ ( Indian Bullfrog: Hoplobatrachus tigerinus)  আমাদের আশেপাশে প্রাপ্ত সকলের পরিচিত একটি উভচর প্রাণী। বর্ষা আসলেই গ্রাম কিংবা শহরের জলাশয়ে  সহজেই এদের সাক্ষাৎ মেলে। এরাই বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে বড় আকারের  ব্যাঙ । 

কোলা ব্যাঙের  রাসেলস  ভাইপার সাপ ভক্ষণ Ⓒ  D K Singh
বাংলাদেশ থেকে একসময় ব্যাঙ, বিশেষত কোলা ব্যাঙের পা বিদেশে রফতানি করা হত। ক্রমশ ব্যাঙ পপুলেশন কমে যাওয়ায় ব্যাঙ রফতানি বন্ধ করা হয় এবং আইন করে ব্যাঙ সহ সকল বন্যপ্রাণী সংরক্ষন করা হয়। ব্যাঙ মাংসাশী প্রাণী এবং এরা বহুত পরিমানে কীট পতঙ্গ ভক্ষণ করে। তবে কোলা ব্যাঙ পোকা মাকড় ছাড়াও অনেক কিছুই ভক্ষণ করতে পারে। সুযোগ পেলে এরা পাখি বা ছোট স্তন্যপায়ী শিকার করে। সাধারণত আমরা জেনে আসছি সাপ ব্যাঙ খায়। অর্থাৎ সাপ শিকারী আর ব্যাঙ শিকার। কিন্তু কোলা ব্যাঙ এ সম্পর্কটা বদলে দিতে পারে। এরা ছোট খাট অবিষধর বা বিষধর সাপকে সহজেই গিলে ফেলতে পারে। অন্য ব্যাঙও এদের থেকে নিরাপদ নয়।  অন্য ব্যাঙকে এরা নিমিশেই খেয়ে ফেলতে পারে। গবেষণা লিংক  


        কোলা ব্যাঙের ব্যাঙ ভক্ষণ
 বলা হয়ে থাকে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই। কিন্তু এই ছুঁচো কোলা ব্যাঙ কে শিকার করার সক্ষমতা রাখে। সম্প্রতি প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Md. Fazle Rabbe  এবং উক্ত বিভাগের ছাত্র  Ripon Chandra Roy এর একটি যৌথ গবেষণা পত্রে এরকই তথ্য উঠে এসেছে। গবেষণা লিংক


চোরে শোনেনা ধর্মের কাহিনী। তবে রাক্ষস কোলা ব্যাঙ মনে হয় ধর্মের কাহিনী শোনে। সে ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায়নি। হা হা। একটু ফান করলাম। 


আর হ্যাঁ। পৃথিবীতে  রাক্ষস ব্যাঙ বা দৈত্য ব্যাঙ নামে একটি ব্যাঙ আছে। পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট অংশে বিস্তৃত  Goliath frog (Conraua goliath) আমাদের গ্রহে প্রাপ্ত সবচেয়ে বড় ব্যাঙ ।  Goliath বাইবেলের একটি চরিত্র। বিশাল এবং শক্তিশালী হবার পরেও দেভিড (নবী দাউদ) একে পরাজিত করে। 


মশা-মাছি এবং যাবতীয় পতঙ্গ নিয়ন্ত্রণ সহ  বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে কোলা ব্যাঙের তুলনা হয়না। আমাদের প্রয়োজনেই এদের টিকিয়ে রাখতে হবে। বাসস্থান সংকটের কারনে এদের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমাদের  উচিত আমদের আশেপাশের জলাভূমি সংরক্ষণ করা। 

 



Azizul Islam Barkat

Department of Zoology

University of Dhaka. 

ResearchGate


Comments

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

সাপের বিষদাঁত কেমন হয়?

iDNA এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ