বাংলার সাপ-ব্যাঙ আলো ঝলমল !
আমরা সবাই কম-বেশী ফ্লোরিস্যান্স পদার্থের সাথে পরিচিত। এটা এমন এক বিশেষ পদার্থ, যেটা সাধারণ আলোয় দেখা যায় না। এগুলো শুধু আলট্রাভায়োলেট আলোতে দৃশ্যমান। টাকা ,পাসপোর্ট সহ বিভিন্ন জায়গায় ফ্লোরিসান্স পদার্থের ব্যবহার লক্ষনীয়। মজার বিষয় হচ্ছে প্রকৃতিতে বিভিন্ন প্রাণির মাঝেও ফ্লোরিস্যান্স ধর্ম দেখা যায়। প্রকৃতিতে প্রাপ্ত ফ্লোরিস্যান্স কে বায়োফ্লোরিস্যান্স বলে। বায়োফ্লোরিস্যান্স অনেক সামুদ্রিক জীবের ভিতর দেখা গেলেও স্থলচর জীবের মাঝে খুব বেশী দেখা যায় না।
সাধারণ লাইট (বামে) ও UV লাইটে (ডানে) দৃশ্যমান সাপ। |
বাংলাদেশেরর তরুণ বিজ্ঞাণী দম্পতি Marjan Maria - Hassan Al-Razi সম্প্রতি একটি গবেষণা কর্ম সম্পন্ন করেছেন। এ গবেষণা কর্মে আরো উপস্থিত ছিলেন Sabir Bin Muzaffar ও Amaël Borzée। তারা দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে ৩৯৫ ন্যানোমিটার আলট্রা ভায়োলেট লাইট নিয়ে রাতে জরিপ করেন এবং ৪ টি প্রাণীর মাঝে ফ্লোরিস্যান্স ধর্ম আবিষ্কার করেন। এদের মাঝে রয়েছে ১ টি ব্যাঙ (Microhyla berdmorei) , ২ টি টিকটিকি ( Hemidactylus paltyurus, Cyrtodactylus tripuraensis) এবং ১ টি সাপ (Boiga cyanea)। এ গবেষণাটি ভবিষ্যতে প্রাণী শনাক্তকরণ, আচরণ পর্যবেক্ষণ সহ অনেক উদ্ভাবনী কার্যক্রমকে উৎসাহিত করবে। গবেষণা পত্র লিংক
সাধারণ লাইট (বামে) ও UV লাইটে (ডানে) দৃশ্যমান ব্যাঙ। |
আমরা আশা করতেই পারি আমদের দেশেও এক সময় এরকম দারুণ উদ্ভাবনী
কাজ হবে। Marjan Maria ও তার দলের উক্ত
গবেষণা এর প্রারম্ভিক প্রান্ত।
- Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Comments
Post a Comment