Posts

Showing posts from March, 2023

ঢোঁড়া সাপের মাংস-ভাত ভক্ষণ!

Image
সাপ আবার মাংস-ভাত খায় নাকি? না। সাপ মাংসাশী প্রাণী। মাংস-ভাত আমাদের প্রিয় খাবার হলেও সাপ ভাত বা শস্য খায় না। এরা পোকা মাকড়, মাছ, ব্যাঙ, ইঁদুর, পাখি, পাখির ডিম সহ ছোট খাট স্তন্যপায়ী প্রাণী শিকার করে খায়। কিছু সাপ প্রজাতির প্রধান খাবার অন্য প্রজাতির সাপ। যেমন শঙ্খচূড় বা King Cobra প্রধানত অন্য সাপ ধরে খায়।                                            checkered keelback     © Dipto Biswas   বাংলাদেশের সবচেয়ে কমন সাপ ঢোঁড়া সাপ বা checkered keelback ( Fowlea piscator )। গ্রামের ছোট্ট ডোবা থেকে শুরু করে ঢাকা শহরের পুকুর বা ময়লা লেক, সব জায়গাতে এদের বিচরণ। এরা সাধারণত পতঙ্গ বা পুকুরের মাছ খায়। তবে ঢোঁড়া সাপকে একাধিক বার ভাত ও রান্না মুরগির মাংস খেতে দেখা গেছে। ২০১৫ সালের এপ্রিল মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা অবলোকন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী গবেষক দল। তাদের মতে প্রাকৃতিক খাবারের অভাবে এরকমটা হতে পারে।                                                                                        © Moltadir & Hasan (2016 ) প্রাকৃতিক বাসস্থান সংকটের কারণে সাপ সহ সকল বন্যপ

কোথায় আছে ঘড়িয়াল?

Image
ঘড়িয়াল বিশ্বব্যাপী একটি মহা বিপন্ন প্রাণী। এরা অলরেডি পাকিস্তান, ভুটান ও মিয়ানমার থেকে বিলুপ্ত হয়ে গেছে, টিকে আছে শুধু বাংলাদেশ, নেপাল ও ভারতে। বাংলাদেশে এই সরীসৃপটি টিকে থাকলেও এদের জনসংখ্যা আশঙ্কা জনক হারে কমতেছে এবং এদের নিয়ে তেমন গবেষণা হয়নি বললেই চলে।                                                                                                                             ©Wikipedia সম্প্রতি প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষকের গবেষণা পত্র অনুযায়ী পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও নবগঙ্গা নদীতে এদের উপস্থিতি রয়েছে। বেশ কিছু জায়গায় এদের পাওয়া গেলেও যমুনা নদীর গাইবান্ধা ও সিরাজগঞ্জ অঞ্চলে এদের তুলনামূলক বেশি মাত্রায় পাওয়া গেছে। এ দুটি অঞ্চলকে গবেষক দল হটস্পট হিসেবে দেখিয়েছেন। ঘড়িয়াল সংরক্ষণের জন্য এ দুটি অঞ্চলে জন সচেতনতা এবং জেলেদের ট্রেনিং দেয়া প্রয়োজন। এ সরীসৃপটি প্রায়শই জেলেদের জালে ধরা পড়ে। ঘড়িয়াল চিনতে না পারা বা সচেতনতার অভাবে এদের জীবন হুমকির মাঝে পতিত হয়। ঘড়িয়াল দেখতে কিছুটা কুমিরের মতো হলেও আদতে এরা মাছ খেকো নিরীহ প্রকৃতির। নদীতে এদের উপস্থিত