কোথায় আছে ঘড়িয়াল?


ঘড়িয়াল বিশ্বব্যাপী একটি মহা বিপন্ন প্রাণী। এরা অলরেডি পাকিস্তান, ভুটান ও মিয়ানমার থেকে বিলুপ্ত হয়ে গেছে, টিকে আছে শুধু বাংলাদেশ, নেপাল ও ভারতে। বাংলাদেশে এই সরীসৃপটি টিকে থাকলেও এদের জনসংখ্যা আশঙ্কা জনক হারে কমতেছে এবং এদের নিয়ে তেমন গবেষণা হয়নি বললেই চলে।


                                                                                                    ©Wikipedia

সম্প্রতি প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একদল গবেষকের গবেষণা পত্র অনুযায়ী পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা ও নবগঙ্গা নদীতে এদের উপস্থিতি রয়েছে। বেশ কিছু জায়গায় এদের পাওয়া গেলেও যমুনা নদীর গাইবান্ধা ও সিরাজগঞ্জ অঞ্চলে এদের তুলনামূলক বেশি মাত্রায় পাওয়া গেছে। এ দুটি অঞ্চলকে গবেষক দল হটস্পট হিসেবে দেখিয়েছেন।

ঘড়িয়াল সংরক্ষণের জন্য এ দুটি অঞ্চলে জন সচেতনতা এবং জেলেদের ট্রেনিং দেয়া প্রয়োজন। এ সরীসৃপটি প্রায়শই জেলেদের জালে ধরা পড়ে। ঘড়িয়াল চিনতে না পারা বা সচেতনতার অভাবে এদের জীবন হুমকির মাঝে পতিত হয়।

ঘড়িয়াল দেখতে কিছুটা কুমিরের মতো হলেও আদতে এরা মাছ খেকো নিরীহ প্রকৃতির। নদীতে এদের উপস্থিতি সুস্থ বাস্তুতন্ত্রের নির্দেশ করে।

                                                     © Rabbe et al. (2023) 


উল্লেখ্য যে গবেষণা কাজটি ২০১৬ থেকে ২০২২ সালের মাঝে অনলাইন নিউজে প্রকাশিত তথ্যের আলোকে করা হয়। মোট ১৪ টি ঘড়িয়াল পাওয়ার ঘটনা তারা লিপিবদ্ধ করেন। ১৪ টির প্রতিটিই ছিল সাব-এডাল্ট বা বাচ্চা। প্রজনন ক্ষম কোনো বড় ঘড়িয়াল তারা পাননি।

ঘড়িয়াল সহ যাবতীয় বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের সোচ্চার হতে হবে।


গবেষণা পত্রের লিঙ্ক




       - Azizul Islam Barkat 

    Department of Zoology

    University of Dhaka. 

    ResearchGate

Comments

Post a Comment

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

সাপের বিষদাঁত কেমন হয়?

iDNA এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ