বাচ্চা প্রসব করে যে সকল সাপ
সাপ বাচ্চা
প্রসব করে শুনতে অবাক লাগলেও অনেক সাপই বাচ্চা প্রসব করে। সাপের প্রজনন অনেক ভাবেই
হতে পারে। এদের প্রজনন নিয়ে চলুন মজাদার কিছু তথ্য জেনে আসা যাক।
Spot-tailed pit viper |
সাপ সাধারণত যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। প্রজননের কিছু দিন পর ডিম পাড়ে। ডিমগুলোর সেল বা বাইরের আবরণ পাখির ডিমের মতো শক্ত হয় না। বরং এদের ডিম নরম চামড়া দিয়ে আবৃত থাকে। হাত দিয়ে টিপলে ভিতরে দেবে যায়। ডিম পাড়ে এমন প্রাণীদের ব্যায়োলজির ভাষায় Oviparous Animal বলে।
সাপের ডিম ফুটে যে বাচ্চা বের হবে সেটা পুরুষ না স্ত্রী হবে এটা ডিম যেখানে থাকে তার তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার তারতম্যের কারণে লিঙ্গ পরিবর্তন হয়ে যায়। এ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সাপের ফার্মে বা কুমির ফার্মে ডিম থেকে প্রয়োজন মাফিক লিঙ্গ তৈরি করা হয়। যেমন কুমিরের ক্ষেত্রে পুরুষ তাড়াতাড়ি বড় হয়। বেশি মুনাফার জন্য খামারিরা অধিক পরিমাণে পুরুষ কুমির উৎপাদন করে থাকে।
আবার কিছু প্রজাতির সাপ অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। অর্থাৎ স্ত্রী সাপ পুরুষ সাপের সাহায্য ছাড়াই নিজেই নিজের ডিম নিষিক্ত করতে পারে। এ পদ্ধতিকে Parthenogenesis বলে। দু-মুখো সাপ বা Blind snake এ পদ্ধতিতে বংশ বিস্তার করে। তবে অনেক সাপ প্রজননের সময় পুরুষ সঙ্গী না পেলে এ পদ্ধতি অবলম্বন করে বংশ বিস্তার করে থাকে।
Blind snake |
কিছু সাপ আছে যারা যৌন জনন করে কিন্তু ডিম পাড়ে না। নিষিক্ত ডিম ভিরতেই থেকে যায় এবং পেটের মাঝেই বাচ্চা বড় হতে থাকে স্তন্যপায়ী প্রাণীর ন্যায়। বাচ্চা পরিণত হলে মা সাপ বাচ্চা প্রসব করে। সামুদ্রিক সাপ, ভাইপার, কিছু জলজ সাপ, বোয়া, সহ বেশ কিছু সাপ বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসব করে এমন প্রাণীদের ব্যায়োলজির ভাষায় viviparous Animal বলে।
Dog-faced Water Snake |
বাংলাদেশে পাওয়া যায় এমন viviparous সাপ হলঃ
৬। Common Sand Boa (বালু বোড়া)
৫। Vine snake (লায়ডগা সাপ)
১। Rainbow৷ Water Snake (পাইন্না সাপ)
২। Dog-faced Water Snake (জলবোড়া)
৩। Russel's
Viper (চন্দ্রবোড়া)
৪। Spot-tailed pit viper (সবুজ বোড়া সাপ)
ইত্যাদি।
- Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Comments
Post a Comment