ঢোঁড়া সাপের মাংস-ভাত ভক্ষণ!

সাপ আবার মাংস-ভাত খায় নাকি? না। সাপ মাংসাশী প্রাণী। মাংস-ভাত আমাদের প্রিয় খাবার হলেও সাপ ভাত বা শস্য খায় না। এরা পোকা মাকড়, মাছ, ব্যাঙ, ইঁদুর, পাখি, পাখির ডিম সহ ছোট খাট স্তন্যপায়ী প্রাণী শিকার করে খায়। কিছু সাপ প্রজাতির প্রধান খাবার অন্য প্রজাতির সাপ। যেমন শঙ্খচূড় বা King Cobra প্রধানত অন্য সাপ ধরে খায়।

                                  checkered keelback    ©Dipto Biswas 


বাংলাদেশের সবচেয়ে কমন সাপ ঢোঁড়া সাপ বা checkered keelback (Fowlea piscator)। গ্রামের ছোট্ট ডোবা থেকে শুরু করে ঢাকা শহরের পুকুর বা ময়লা লেক, সব জায়গাতে এদের বিচরণ। এরা সাধারণত পতঙ্গ বা পুকুরের মাছ খায়। তবে ঢোঁড়া সাপকে একাধিক বার ভাত ও রান্না মুরগির মাংস খেতে দেখা গেছে। ২০১৫ সালের এপ্রিল মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা অবলোকন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী গবেষক দল। তাদের মতে প্রাকৃতিক খাবারের অভাবে এরকমটা হতে পারে।

                                                                       ©Moltadir & Hasan (2016)

প্রাকৃতিক বাসস্থান সংকটের কারণে সাপ সহ সকল বন্যপ্রাণী অস্তিত্ব সঙ্কটাপন্ন। এদের সংরক্ষণে আমাদের সচেষ্ট হতে হবে।



Reference:







       - Azizul Islam Barkat 

    Department of Zoology

    University of Dhaka. 

    ResearchGate




Comments

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

সাপের বিষদাঁত কেমন হয়?

iDNA এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ