ব্যাগে থাকে যে পোকা!

প্রাণী জগতের অধিকাংশই আমাদের না জানা রয়ে গেছে। এ যেমন ধরেন Bagworm Moth এর কথা। যাদের জীবন ডাল-পাতার তৈরি ব্যাগ বা থলের ভিতরেই কেটে যায়। চলুন জেনে নিই তাদের সম্পর্কে কিছু না জানা তথ্য। 


                                        ©Sumaiya Akter 

Bagworm moth লেপিডোপ্টেরা (Lepidoptera)  বর্গের Psychidae পরিবারের পতঙ্গ। এরা সারা জীবন ডাল, পাতা, সিল্ক ইত্যাদি দিয়ে বানানো কেজ বা ব্যাগের ভিতরে কাটিয়ে দায়। তাহলে প্রশ্ন থেকে যায় খাবার খায় কীভাবে?  কেজের ভিতর থাকলেও মূলত এরা চলাফেরা করতে পারে। খাবার খাওয়া বা চলাচলের সময় এরা মাথা এবং বুকের (Head, Thorax) অংশ বাইরে বের করে পা দিয়ে চলাচল করে। কিন্তু এদের পেটের অংশটি ব্যাগের ভিতরেই থেকে যায়। খাবার পর বা বিশ্রামের সময় লালা দিয়ে ছিদ্র বন্ধ করে দায়। এদের শরীর নরম এবং দেখতে কৃমির ন্যায়। ব্যাগটি নরম শরীরকে সুরক্ষা দায়।    

ব্যাগ পোকার ডিম থেকে তিন দিন পর বাচ্চা বের হয় এবং দু-একদিনের মাঝেই এরা  ব্যাগ তৈরি করে ফেলে।৩৫-৪০ দিনের মাঝেই এরা বংশ বিস্তারের জন্য পরিপক্ব হয়ে যায়। প্রাপ্তবয়স্ক পুরুষের পাখা গজালেও স্ত্রীদের পাখা থাকে না। প্রজননের সময় এরা খাবার খায় না এবং জনন ক্রিয়ার পর এরা মারা যায়। বয়স অনুযায়ী এদের আকার ১-১৬ মি.মি. এবং এদের থলের আকার ৩-২০ মি.মি. হতে পারে।   এক বছরে এদের চারটি জেনারেশন পাওয়া যায়। মজার ব্যাপার হচ্ছে এ পোকার পপুলেশনে পুরুষের সংখ্যা অনেক বেশি।


                                                                                ©লেখক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের এক গবেষণা অনুযায়ী প্রকৃতিতে এদের পুরুষ ও স্ত্রীর অনুপাত ৬:১ এবং ল্যাবে উৎপাদিত ব্রিডে অনুপাত ৮:১। ১৯৭৭ সালে প্রকাশিত এ গবেষণা অনুযায়ী পোকাটি পেয়ারা, লিচু, ঝাউ, গোলাপ, মাধবীলতা, অশ্বত্থ, মেহেদি, বাগানবিলাস সহ ডালিম গাছে পাওয়া যায়। 

এদের অনেক প্রজাতি পেস্ট বা বালাই, ফসলের ক্ষতি করে। Brachymeria sp. নামক এক প্রকার পরজীবীর আক্রমণে এদের মৃত্যু ঘটতে পারে। 



Reference: Biology of the bag-worm moth Eumeta crameri Westwood (Lepidoptera: Psychidae) from Dacca, Bangladesh




  -     Azizul Islam Barkat 

    Department of Zoology

    University of Dhaka. 

    ResearchGate

Comments

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

সাপের বিষদাঁত কেমন হয়?

iDNA এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ