বাচ্চা প্রসব করে যে সকল সাপ
সাপ বাচ্চা প্রসব করে শুনতে অবাক লাগলেও অনেক সাপই বাচ্চা প্রসব করে। সাপের প্রজনন অনেক ভাবেই হতে পারে। এদের প্রজনন নিয়ে চলুন মজাদার কিছু তথ্য জেনে আসা যাক। Spot-tailed pit viper সাপ সাধারণত যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। প্রজননের কিছু দিন পর ডিম পাড়ে। ডিমগুলোর সেল বা বাইরের আবরণ পাখির ডিমের মতো শক্ত হয় না। বরং এদের ডিম নরম চামড়া দিয়ে আবৃত থাকে। হাত দিয়ে টিপলে ভিতরে দেবে যায়। ডিম পাড়ে এমন প্রাণীদের ব্যায়োলজির ভাষায় Oviparous Animal বলে। সাপের ডিম ফুটে যে বাচ্চা বের হবে সেটা পুরুষ না স্ত্রী হবে এটা ডিম যেখানে থাকে তার তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রার তারতম্যের কারণে লিঙ্গ পরিবর্তন হয়ে যায়। এ বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে সাপের ফার্মে বা কুমির ফার্মে ডিম থেকে প্রয়োজন মাফিক লিঙ্গ তৈরি করা হয়। যেমন কুমিরের ক্ষেত্রে পুরুষ তাড়াতাড়ি বড় হয়। বেশি মুনাফার জন্য খামারিরা অধিক পরিমাণে পুরুষ কুমির উৎপাদন করে থাকে। আবার কিছু প্রজাতির সাপ অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে। অর্থাৎ স্ত্রী সাপ পুরুষ সাপের সাহায্য ছাড়াই নিজেই নিজের ডিম নিষিক্ত করতে পারে। এ পদ্ধতিকে Parthenogenesis বলে। দু-মুখো সাপ বা Blin