পিট অর্গানঃ সাপের একটি তাপ সংবেদী অঙ্গ

পিট অর্গান  (Pit organ) তাপ সংবেদী একটি অঙ্গ যেটা কিছু সাপের দেখতে পাওয়া যায়। এ সকল সাপের নাক (Nostril) ও চোখের মাঝে একটি গর্তের মতো অঙ্গ থাকে। এ গর্তটিই পিট অর্গান। ভাইপার পরিবারের সাপে সাধারণত পিট অর্গান থাকে।



এই অঙ্গের সাহায্য পিট ভাইপাররা অলোর অনুপস্থিতিতে কয়েক মিটার দূর থেকে থর্মাল ইমেজ তৈরী করে শিকার ধরতে পারে। এটার সাহায্য তারা ০.০০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যও নির্ণয় করতে পারে।

Python, Boa সাপদেরও পিট অর্গান থাকে তবে তা কিছুটা ভিন্ন ধরনের।
বাংলাদেশে প্রাপ্ত পিট ভাইপারঃ

- White lipped pit viper
-Pop's pit viper

Russel's Viper ভাইপার পরিবারের সাপ হলেও এদের পিট অর্গান থাকে না।



Azizul Islam Barkat

Department of Zoology

University of Dhaka. 

ResearchGate

ussel's Viper

Russel's Viper

Comments

Popular posts from this blog

PCR কী? কেনো? কীভাবে?

সাপের বিষদাঁত কেমন হয়?

iDNA এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ