পিট অর্গানঃ সাপের একটি তাপ সংবেদী অঙ্গ
পিট অর্গান (Pit organ) তাপ সংবেদী একটি অঙ্গ যেটা কিছু সাপের দেখতে পাওয়া যায়। এ সকল সাপের নাক (Nostril) ও চোখের মাঝে একটি গর্তের মতো অঙ্গ থাকে। এ গর্তটিই পিট অর্গান। ভাইপার পরিবারের সাপে সাধারণত পিট অর্গান থাকে।
বাংলাদেশে প্রাপ্ত পিট ভাইপারঃ
- White lipped pit viper
-Pop's pit viper
Russel's Viper ভাইপার পরিবারের সাপ হলেও এদের পিট অর্গান থাকে না।
Comments
Post a Comment