এপিজেনেটিক্সঃ বৈশিষ্ট্য প্রদর্শনে পরিবেশের প্রভাব
DNA সকল জীবের বৈচিত্র্য নিয়ন্ত্রণ করে। একজন মানুষ কালো না সাদা হবে, খাটো না লম্বা হবে সব কিছু তাঁর DNA তে লিপিবদ্ধ থাকে। তাহলে কি খাটো মানুষের সন্তান সব সময় খাটো হবে আর লম্বা মানুষের সন্তান লম্বা? এটার উত্তর সরাসরি হ্যাঁ বা না বলা সম্ভব না। কারণ বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য জিন বা DNA এর পাশাপাশি মানুষের লাইফস্টাইল, খাবার দাবার, আবহাওয়া অর্থাৎ পরিবেশের তাৎপর্য পূর্ণ ভূমিকা রয়েছে। জীবের বৈশিষ্ট্য প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশের এ প্রভাবকে জীব বিজ্ঞানের ভাষায় এপিজেনেটিক্স (epigenetics) বলে।
বৈশিষ্ট্য প্রদর্শনের ক্ষেত্রে পরিবেশ কীভাবে DNA কে প্রভাবিত করে?
এর উত্তর হচ্ছে ডিএনএ মিথাইলেশন (DNA methylation) । পরিবেশের প্রভাবে (যেমনঃ আবহাওয়া তাপমাত্রা, পুষ্টি, মানসিক চাপ, রেডিয়েশন) DNA তে মিথাইল মূলক (-CH3) যুক্ত হয়ে যায়। যার কারণ ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রথম ধাপ ট্রান্সক্রিপশনের সময় মিথাইক মূলক যুক্ত ডিএনএ অংশটুকুতে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সংযুক্ত হতে পারে না। যার ফলে সে ডিএনএটা এক্সপ্রেস হয় না। অর্থাৎ সে ডিএনএ থেকে কোন প্রোটিন তৈরি হয় না। পরিবেশ এভাবে জিন বা ডিএনএ কে প্রভাবিত করে। DNA methylation এর পাশাপাশি আরো কিছু উপায়ে DNA প্রভাবিত হয়।
ডায়াবেটিস একটি বংশগতীয় রোগ। তবে যারা কায়িক পরিশ্রম যুক্ত কাজ করে বা নিয়মিত শ্রীর চর্চা করে তাদের এ রোগটা হয় না। এপিজেনেটিক্স এভাবে জীবের বৈশিষ্ট্য প্রদর্শনের ক্ষেত্রে জিন বা ডিএনএকে প্রভাবিত করে।
-Azizul Islam Barkat
Comments
Post a Comment