রক্তচোষা কী খায়?

জঙ্গলে, পার্কে কিংবা বাসার আশেপাশে আমরা হরহামেশা রক্তচোষা বা গিরগিটি দেখতে পাই। অনেক সময় লাল বর্ণ বিশিষ্ট গিরগিটি আমরা দেখে থাকি। রক্ত বর্ণ বিশিষ্ট রক্তচোষা বা গিরগিটি কি রক্ত চোষে বা পান করে? না। এরা রক্ত চোষে না কিংবা পানও করেনা। ছবিঃ তানভীর আহমেদ তাহলে এরা কী খায় ? গিরগিটি মূলত পতঙ্গভুক একটি সরীসৃপ। ইংরেজিতে এদের Garden lizard বলে এবং এদের বৈজ্ঞানিক নাম Calotes versicolor । এরা পোকামাকড় খেয়ে পরিবেশ ও কৃষকের অনেক উপকার করে। সম্ভবত মাথার জায়গাটা রক্তবর্ণ বিশিষ্ট হওয়ার কারণে এদের নাম রক্তচোষা হয়েছে। তবে সব গিরগিটি লাল বর্ণ বিশিষ্ট হয় না। প্রজনন মৌসুমে শুধু পুরুষ গিরগিটির মাথা ও ঘাড়ের অংশ লাল বর্ণ ধারণ করে। পুরুষ গিরগিটি স্ত্রী গিরগিটিকে আকর্ষিত করতে এমনটা দরকার হয়। এদের প্রজনন মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। স্ত্রী গিরগিটি নরম বালি বা মাটিতে ডিম পাড়ে। - Azizul Islam Barkat ResearchGate