Posts

Showing posts from October, 2023

বাংলাদেশের ৫ টি কমন ব্যাঙ

Image
বৃষ্টি মৌসুম শুরু হলেই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাক শুরু হয়। শহরে এটা অনুভব করতে না পারলেও গ্রামে এটা অতি স্বাভাবিক ঘটনা। ব্যাঙের ডাকের সাথে আমাদের পরিচয় থাকলেও আদতে ব্যাঙ প্রজাতি সম্পর্কে আমাদের আইডিয়া তেমন একটা নেই বললেই চলে। চলুন আজ আমরা ৫ রকম ব্যাঙ  সম্পর্কে জেনে আসি।    Tree frog  © Ripon Chandra Roy ১. Indian Common Toad কুনো ব্যাঙঃ  শহর কিংবা গ্রাম, এ দেশের সর্বত্র এদের দেখা পাওয়া যায়। খসখসে শরীরের এ ব্যাঙ গুলো সাধারণত বাসা বাড়ির আশেপাশে আর্দ্র জায়গায় বসবাস করে। প্রজননের সময় এরা পানির সংস্পর্শে যায় এবং ডিম পাড়ে। বাংলাদেশে ২ প্রজাতির কুনো ব্যাঙ পাওয়া যায়।  যথাঃ  কুনো ব্যাঙ ( Duttaphrynus melanostictus ) মার্বেল কুনো ব্যাঙ ( Duttaphrynus stomaticus )   Indian Common Toad ২. Indian Bull frog বা কোলা ব্যাঙঃ এরা বাংলাদেশের সর্ব বৃহৎ আকৃতির ব্যাঙ। বর্ষা কালে বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া মাঠ, ঘাট বা পুকুরে এদের সহজেই দেখা যায়। প্রজননের সময় পুরুষ ব্যাঙ উজ্জ্বল  হলুদ বর্ণ ধারণ করে এবং গাল ফুলিয়ে ডাকতে থাকে। বলে রাখা ভালো প্রকৃতিতে শুধু পুরুষ ব্যাঙই ডাক দিতে পারে যা মূলত জনন কার্যকলাপের জন্য স

বাংলাদেশের ১০টি কমন সাপ

Image
বাংলাদেশে শতাধিক প্রজাতির সাপ পাওয়া যায়। এমন কি এ দেশ থেকে প্রতি বছর নতুন অনেক সাপ  নথিভুক্ত হচ্ছে। তবে অনেক গুলো সাপ শুধু নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। যেমন সাগরে সামুদ্রিক সাপ, কিছু সাপ উপকূলীয় লোনা পানিতে থাকে। এছাড়াও বেশ কিছু সাপ আছে যেগুলো সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে শুধু পাওয়া যায়।  এ দেশের সর্বত্র পাওয়া যায় এমন ১০টি সাপের বর্ণনা নিচে দেয়া হলো।  Striped Keelback       © Muhammad Rokonuzzaman Rokon 1. Checkered Keelback বা ঢোঁড়া সাপ :  এ সাপটি দেখতে  দাবার কোটের মতো হলুদ ও কালোর সংমিশ্রণ যুক্ত ছোপ ছোপ দাগ যুক্ত ( এজন্য ইংরেজিতে checkered keelback বলে)।  এ সাপটি বাংলাদেশের সর্বত্র এমনকি ঢাকা শহরের পুকুর, জলাশয় গুলিতেও পাওয়া যায়। ঢোঁড়া সাপ দেখেনি এমন মানুষ বাংলাদেশে পাওয়া অসম্ভব বলা যায়। নির্বিষ এ সাপটা মূলত জলাশয়ের মাছ, ব্যাঙ এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে।  নির্বিষ হলেও এ সাপটি বেশ আগ্রাসী। এদের বিরক্ত করলে কামড়ে দায়। এ প্রজাতির সাপ দিন এবং রাতে সক্রিয় থাকে।  এদের মতোই দেখতে আরেকটি সাপ সম্প্রতি বাংলাদেশে থেকে রেকর্ড করা হয়েছে।  সাপটির নাম Bar- necked keelback  Checkered Keelb

ব্যাগে থাকে যে পোকা!

Image
প্রাণী জগতের অধিকাংশই আমাদের না জানা রয়ে গেছে। এ যেমন ধরেন Bagworm Moth এর কথা। যাদের জীবন ডাল-পাতার তৈরি ব্যাগ বা থলের ভিতরেই কেটে যায়। চলুন জেনে নিই তাদের সম্পর্কে কিছু না জানা তথ্য।                                                    ©Sumaiya Akter   Bagworm moth লেপিডোপ্টেরা (Lepidoptera)  বর্গের Psychidae পরিবারের পতঙ্গ। এরা সারা জীবন ডাল, পাতা, সিল্ক ইত্যাদি দিয়ে বানানো কেজ বা ব্যাগের ভিতরে কাটিয়ে দায়। তাহলে প্রশ্ন থেকে যায় খাবার খায় কীভাবে?  কেজের ভিতর থাকলেও মূলত এরা চলাফেরা করতে পারে। খাবার খাওয়া বা চলাচলের সময় এরা মাথা এবং বুকের (Head, Thorax) অংশ বাইরে বের করে পা দিয়ে চলাচল করে। কিন্তু এদের পেটের অংশটি ব্যাগের ভিতরেই থেকে যায়। খাবার পর বা বিশ্রামের সময় লালা দিয়ে ছিদ্র বন্ধ করে দায়। এদের শরীর নরম এবং দেখতে কৃমির ন্যায়। ব্যাগটি নরম শরীরকে সুরক্ষা দায়।     ব্যাগ পোকার ডিম থেকে তিন দিন পর বাচ্চা বের হয় এবং দু-একদিনের মাঝেই এরা  ব্যাগ তৈরি করে ফেলে।৩৫-৪০ দিনের মাঝেই এরা বংশ বিস্তারের জন্য পরিপক্ব হয়ে যায়। প্রাপ্তবয়স্ক পুরুষের পাখা গজালেও স্ত্রীদের পাখা থাকে না। প্রজননের সময় এরা খা