বাংলাদেশের ১০টি কমন সাপ
বাংলাদেশে শতাধিক প্রজাতির সাপ পাওয়া যায়। এমন কি এ দেশ থেকে প্রতি বছর নতুন অনেক সাপ নথিভুক্ত হচ্ছে। তবে অনেক গুলো সাপ শুধু নির্দিষ্ট অঞ্চলেই পাওয়া যায়। যেমন সাগরে সামুদ্রিক সাপ, কিছু সাপ উপকূলীয় লোনা পানিতে থাকে। এছাড়াও বেশ কিছু সাপ আছে যেগুলো সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চলে শুধু পাওয়া যায়। এ দেশের সর্বত্র পাওয়া যায় এমন ১০টি সাপের বর্ণনা নিচে দেয়া হলো।
Striped Keelback ©Muhammad Rokonuzzaman Rokon |
1. Checkered Keelback বা ঢোঁড়া সাপ:
এ সাপটি দেখতে দাবার কোটের মতো হলুদ ও কালোর সংমিশ্রণ যুক্ত ছোপ ছোপ দাগ যুক্ত ( এজন্য ইংরেজিতে checkered keelback বলে)। এ সাপটি বাংলাদেশের সর্বত্র এমনকি ঢাকা শহরের পুকুর, জলাশয় গুলিতেও পাওয়া যায়। ঢোঁড়া সাপ দেখেনি এমন মানুষ বাংলাদেশে পাওয়া অসম্ভব বলা যায়। নির্বিষ এ সাপটা মূলত জলাশয়ের মাছ, ব্যাঙ এবং কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে।
নির্বিষ হলেও এ সাপটি বেশ আগ্রাসী। এদের বিরক্ত করলে কামড়ে দায়। এ প্রজাতির সাপ দিন এবং রাতে সক্রিয় থাকে।
এদের মতোই দেখতে আরেকটি সাপ সম্প্রতি বাংলাদেশে থেকে রেকর্ড করা হয়েছে। সাপটির নাম Bar- necked keelback
Checkered Keelback © Dipto Biswas |
২. Indian Rat snake বা দাঁড়াশ: এ সাপের প্রধান খাবার ইঁদুর এজন্য এদের Rat snake বলে। কৃষি জমিতে এরা থাকলে ইঁদুরের তেমন উৎপাত থাকে না। দেখতে কালো বা হলদেটে হলেও মুখের কাছে বেশ কিছু আড়াআড়ি দাগ থাকে যা দেখে সহজেই এদের চেনা যায়।
এ সাপটি বেশ লম্বা হয়। নির্বিষ এ সাপটি সাধারণত কাউকে কামড়ায় না। এজন্য সাপুড়ের কাছে এ সাপটি প্রায়শই দেখা যায়। এরা দিনে সক্রিয় থাকে।
Indian Rat snake ©Muhammad Rokonuzzaman Rokon |
৩. Common Wolf Snake বা ঘরগিন্নি:
ছোট আকৃতির এ সাপটি প্রায়শই মানুষের ঘরে ঢুকে পড়ে। এজন্য এদের এমন নাম। এ সাপটির পছন্দের খাবার টিকটিকি। টিকটিকি খাবার লোভে রাতে এরা মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং দেয়াল বেয়ে টিকটিকির সন্ধান করে।
কফি কালারের এ নির্বিষ সাপটির মাথা থেকে পুরো শরীরে সাদা ব্যান্ড থাকে। ছোট হওয়ায় অনেকে এদের বাচ্চা সাপ ভেবে ভুল করে। বাসায় ঢুকে পড়লেও এ সাপটি মানুষের কোনো রূপ ক্ষতি করেনা।
Common Wolf Snake ©Wikipedia |
৪. Striped Keelback বা দাগি ঢোঁড়া সাপ:
সুন্দর কালার প্যাটার্নের জন্য এদের এমন নাম।
অঞ্চল ভেদে এদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে। মাঝারি আকারের নির্বিষ এ সাপটিকে দিনের বেলা সাধারণত মাঠে ঘাটে বেশি দেখা যায়। এরা খুবই নিরীহ প্রকৃতির। কাউকে কামড়ানোর কথা তেমন শুনা যায় না।
Striped Keelback ©Muhammad Rokonuzzaman Rokon |
৫. Bronze-Back Tree Snake বা বেত আঁচড়া সাপ :
এ সাপটি গাছে থাকে তাই তাদের এমন নাম। চিকন ও লম্বাটে এ সাপটি দেখতে অনেক সুন্দর। ঝোপঝাড় বা এক গাছ থেকে আরেক গাছে এরা যাতায়াত করে। নির্বিষ এ সাপটিকে কদাচিৎ মাটিতে দেখা যায়। নির্বিষ এ সাপটি অনেক নিরীহ এবং কাউকে কামড়ায় না।
বাসা বাড়ির বিড়াল এদের সহজে শিকার করতে পারে।
Bronze-Back Tree Snake |
৬. Smooth scale Water snake বা পাইন্ন্যা সাপঃ
মোটাতাজা এ সাপটিকে জলাশয় বা এর আশেপাশে পাওয়া যায়। মাছ, ব্যাঙ ও জলজ পোকা মাকড় খেয়ে এরা বেচে থাকে। এরা বাচ্চা প্রসব করে। মৃদু বিষধর হলেও এরা মানুষের জন্য ক্ষতিকর নয়।
Smooth scale Water snake ©indianbiodiversity.org |
৭. Indian Cobra খৈয়া গোখরাঃ
অনেক অঞ্চলে এ সাপকে খরিশ গোখরা বা গোমা সাপ বলে। বিষধর এ সাপটি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় এবং এর কামড়ে প্রতি বছর উল্লেখযোগ্য মানুষ মারা যায়।
Indian Cobra © inaturalist.org |
খরিশ গোখরা ও পদ্ম গোখরা দেখতে একই রকম হলেও এদের মাথার পিছনের দাগ দেখে সহজেই আলাদা করা যায়।
উক্ত দুই প্রজাতির গোখরা সাপই ফণা তুলতে পারে এবং বিপদ বুঝতে পারলে ফণা তুলে প্রতিপক্ষকে হুঁশিয়ার করে।
গোখরা প্রাণঘাতী বিষধর সাপ। এদের থেকে সাবধান থাকতে হবে।
Monocled Cobra©Wikipedia |
৯. Common Krait বা কেউটে :
মিশমিশে কালোর মাঝে সাদা ব্যান্ড যুক্ত এ সাপটি বিষধর এবং এবং এর কামড়ে দেশে প্রতি বছর উল্লেখযোগ্য মানুষ মারা যায়। এরা অনেক সময় মানুষের ঘরে ঢুকে যায় এবং অনেকেই রাতে এর দ্বারা আক্রান্ত হয়। krait জাতীয় সাপের দাঁত ছোট হাওয়ায় অনেক সময় এদের কামড় শনাক্ত করা সম্ভব হয় না। এজন্য গ্রামে কিংবা মাটির বাসায় থাকলে সর্বদা মশারি টানিয়ে ঘুমানো উচিত।
Common Krait ©eurekalert.org |
১০. Banded Krait বা শঙ্খিনী :
কালো ও হলুদ ব্যান্ডের এ সাপটি অনেক লম্বা এবং দেখতে অনেক সুন্দর । বিষধর হলেও এ সাপটি অনেক ঠান্ডা মেজাজের। এ সাপ কাউকে কামড় দিয়েছে এমনটা শুনা যায় না। এরা রাতে সক্রিয় থাকে এবং এদের প্রধান খাবার অন্য প্রজাতির সাপ। অর্থাৎ এরা সাপ খেকো সাপ।
Banded Krait © thailandsnakes.com |
- - Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Comments
Post a Comment