বাংলাদেশের ৫ টি কমন ব্যাঙ
বৃষ্টি মৌসুম শুরু হলেই ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ ডাক শুরু হয়। শহরে এটা অনুভব করতে না পারলেও গ্রামে এটা অতি স্বাভাবিক ঘটনা। ব্যাঙের ডাকের সাথে আমাদের পরিচয় থাকলেও আদতে ব্যাঙ প্রজাতি সম্পর্কে আমাদের আইডিয়া তেমন একটা নেই বললেই চলে।
চলুন আজ আমরা ৫ রকম ব্যাঙ সম্পর্কে জেনে আসি।
Tree frog © Ripon Chandra Roy |
১. Indian Common Toad কুনো ব্যাঙঃ
শহর কিংবা গ্রাম, এ দেশের সর্বত্র এদের দেখা পাওয়া যায়। খসখসে শরীরের এ ব্যাঙ গুলো সাধারণত বাসা বাড়ির আশেপাশে আর্দ্র জায়গায় বসবাস করে। প্রজননের সময় এরা পানির সংস্পর্শে যায় এবং ডিম পাড়ে।
বাংলাদেশে ২ প্রজাতির কুনো ব্যাঙ পাওয়া যায়।
যথাঃ
কুনো ব্যাঙ (Duttaphrynus melanostictus)
মার্বেল কুনো ব্যাঙ (Duttaphrynus stomaticus)
Indian Common Toad |
২. Indian Bull frog বা কোলা ব্যাঙঃ
এরা বাংলাদেশের সর্ব বৃহৎ আকৃতির ব্যাঙ। বর্ষা কালে বৃষ্টির পানিতে প্লাবিত হওয়া মাঠ, ঘাট বা পুকুরে এদের সহজেই দেখা যায়। প্রজননের সময় পুরুষ ব্যাঙ উজ্জ্বল হলুদ বর্ণ ধারণ করে এবং গাল ফুলিয়ে ডাকতে থাকে।
বলে রাখা ভালো প্রকৃতিতে শুধু পুরুষ ব্যাঙই ডাক দিতে পারে যা মূলত জনন কার্যকলাপের জন্য স্ত্রী ব্যাঙের উদ্দেশ্যে করা হয়।
এ ব্যাঙ গুলো রাক্ষস টাইপের। পোকা মাকড় থেকে শুরু করে মাছ বা অন্য ব্যাঙ এদের খাবারের তালিকায় রয়েছে। এছাড়া এরা ছোট খাটো সাপকেও খেয়ে ফেলে।
Indian Bull frog |
৩. Skipper frog বা কটকটি ব্যাঙঃ
এরা মূলত জলাশয়ে থাকে এবং পানির উপর দিয়ে লাফিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে। মাঝারি আকারের এ ব্যাঙ গুলোকে নদী নালা খাল বিল পুকুর এমনকি দূষিত ড্রেনেও অনেক সময় পাওয়া যায়।
Skipper Frog © Dipto Biswas |
Skipper Frog © Azizul Islam Barkat |
৪. Common Tree Frog বা গেছো ব্যাঙঃ
হলদেটে বা ঘিয়ে রঙের এ ব্যাঙটি বাংলাদেশের সর্বত্র পাওয়া গেলেও আমরা সচরাচর এদের দেখা পায়না। এরা ঝোপঝাড় বা গাছে থাকে। মাঝেমধ্যে আমাদের বাসা বাড়িতে ঢুকে পড়ে এবং লাফিয়ে দেয়ালে আটকে থাকে। এদের আঙ্গুলের অগ্রভাগ টিকটিকর ন্যায় চওড়া। এজন্য এরা গাছে সহজেই আটার মতো আটকে যায়।
Tree frog © Ripon Chandra Roy |
৫. Cricket Frog বা ঝিঁঝিঁ ব্যাঙঃ
এরা সাইজে ছোট এবং বিচিত্র রকমের হয়ে থাকে।
বাংলাদেশে এদের অনেকগুলো প্রজাতি আছে এবং এ প্রজাতিগুলোকে খালি চোখে আলাদা করা প্রাণিবিদদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। আমরা মাঠে ঘাটে ঘাসের ভিতর এ প্রজাতির ব্যাঙ হরহামেশা দেখি এবং ব্যাঙের বাচ্চা ভেবে ভুল করি।
Cricket Frog © Dipto Biswas |
বর্ষাকাল ব্যাঙের প্রজনন মৌসুম। এ সময় তারা পানিতে ডিম পাড়ে। তবে অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাট করার কারণে ব্যাঙের প্রজনন স্থান নষ্ট হচ্ছে যার জন্য দিন দিন এদের অস্তিত্ব সংকটাপন্ন হচ্ছে। ব্যাঙ সহ সকল বন্যপ্রাণীর বাসস্থান সংরক্ষণে আমাদের সচেষ্ট হতে হবে।
- Azizul Islam Barkat
Department of Zoology
University of Dhaka.
Comments
Post a Comment