আমাদের রাক্ষস ব্যাঙ !
কোলা ব্যাঙ ( Indian Bullfrog: Hoplobatrachus tigerinus ) আমাদের আশেপাশে প্রাপ্ত সকলের পরিচিত একটি উভচর প্রাণী। বর্ষা আসলেই গ্রাম কিংবা শহরের জলাশয়ে সহজেই এদের সাক্ষাৎ মেলে। এরাই বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে বড় আকারের ব্যাঙ । কোলা ব্যাঙের রাসেলস ভাইপার সাপ ভক্ষণ Ⓒ D K Singh বাংলাদেশ থেকে একসময় ব্যাঙ, বিশেষত কোলা ব্যাঙের পা বিদেশে রফতানি করা হত। ক্রমশ ব্যাঙ পপুলেশন কমে যাওয়ায় ব্যাঙ রফতানি বন্ধ করা হয় এবং আইন করে ব্যাঙ সহ সকল বন্যপ্রাণী সংরক্ষন করা হয়। ব্যাঙ মাংসাশী প্রাণী এবং এরা বহুত পরিমানে কীট পতঙ্গ ভক্ষণ করে। তবে কোলা ব্যাঙ পোকা মাকড় ছাড়াও অনেক কিছুই ভক্ষণ করতে পারে। সুযোগ পেলে এরা পাখি বা ছোট স্তন্যপায়ী শিকার করে। সাধারণত আমরা জেনে আসছি সাপ ব্যাঙ খায়। অর্থাৎ সাপ শিকারী আর ব্যাঙ শিকার। কিন্তু কোলা ব্যাঙ এ সম্পর্কটা বদলে দিতে পারে। এরা ছোট খাট অবিষধর বা বিষধর সাপকে সহজেই গিলে ফেলতে পারে। অন্য ব্যাঙও এদের থেকে নিরাপদ নয়। অন্য ব্যাঙকে এরা নিমিশেই খেয়ে ফেলতে পারে। গবেষণা লিংক কোলা ব্যাঙের ব্যাঙ ভক্ষণ বলা হয়ে থাকে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই। কিন্তু এই ছুঁচো কোলা ব্যাঙ ক